ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য এখনও অর্জিত হয়নি, এজন্য লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সেখানে কোনো শাস্তি আসবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের পরিস্থিতি নিয়ে বছরের শেষে আয়োজিত এক কনফারেন্সে পুতিন এ কথা বলেন। খবর আল জাজিরা
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত ওই কনফারেন্সে পুতিন ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচন অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। ৭১ বছর বয়সী এই রুশ প্রেসিডেন্ট পঞ্চমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্বসহ দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি। আগামী নির্বাচন জয়ী হলে তিনি ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
পুতিন বলেন, ইউক্রেনে নাৎসি আইন শেষ হওয়ার পর অবশ্যই শান্তি আসবে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর শুরুতে পুতিন একই কথা বলেছিলেন।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সরকার পশ্চিমাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখন পুতিনের চাওয়া কিয়েভ সেখান থেকে সরে আসুক এবং ন্যাটোতে যোগদান না করুক। পুতিন বলেন, বর্তমানে ৬ লাখ ১৭ হাজার রুশ সৈন্য ইউক্রেনে যুদ্ধ করছে। এছাড়া আরও ২ লাখ ৪৪ হাজার পেশাদার সৈন্য তাদের সঙ্গে যোগদানের জন্য প্রস্তুত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে রিজার্ভ সৈন্য ইউক্রেনে পাঠানোর প্রয়োজন নেই।
তিনি বলেন, ৪ লাখ ৮৫ হাজার নাগরিক সেনাবাহিনীতে যোগদানের জন্য সম্মত হয়েছে। এছাড়া গত বছর ৩ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগদানের জন্য ইচ্ছা পোষণ করেন। সুতরাং, রুশ নাগরিকরা সেনাবাহিনীতে যোগদানের জন্য মুখিয়ে রয়েছে।