Monday, February 3, 2025

বিচারকদের খাস কামরায় আইনজীবীদের যোগাযোগ খারাপ বার্তা দেয়: প্রধান বিচারপতি

বিচারকদের সঙ্গে আইনজীবীদের বিশেষ সখ্য নিয়ে এবার প্রকাশ্যেই মন্তব্য করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, বিচারকদের সঙ্গে খাস কামরায় আইনজীবীদের ঘন ঘন আলাপ খারাপ বার্তা দেয়।

শুক্রবার বিকালে বাংলাদেশ আইন সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে এ সভা হয়।

প্রধান বিচারপতি বলেন, যারা লেখালেখির মাধ্যমে আইনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আইনি সহায়তা পেতে কাজ করছেন তাদেরকে স্বাগতম জানাই।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নাইমা হায়দার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল।

এছাড়া অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আইন সমতিরি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর