Thursday, January 16, 2025

লিবিয়া উপকূলে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীর ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ফলে অন্তত ৬১ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বেঁচে যাওয়া লোকদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটির লিবিয়া অফিস জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৮৬ জন আরোহী ছিল।

আইওএমের লিবিয়া অফিস জানায়, লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল জাওয়ারা ত্রাগ করার পর নৌকাটি ঝড়ের কবলে পড়লে এত বিপুল সংখ্যক লোকের মৃত্যু হয়।

ইতালি হয়ে ইউরোপ যাওয়ার আশায় বিপজ্জনক সাগড় পাড়ি দিতে লিবিয়া এবং তিউনেশিয়া প্রধান প্রস্থানপথ বিবেচিত হয়।

রোববারের নৌকাডুবির শিকারদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। উদ্ধারপ্রাপ্তদেরকে লিবিয়ার একটি ডিটেনশন কেন্দ্রে রাখা হয়েছে।

আইওএমের মুখপাত্র ডি গিয়াকোমো জানিয়েছেন, চলতি বছর ভূমধ্যসাগরের অভিবাসন রুটে অন্তত ২,২৫০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : আল জাজিরা

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর