Monday, February 3, 2025

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: মৃত ৪ জনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। আগুনে দুজন পুরুষ এবং একজন নারী ও এক শিশু মারা গেছে। এরমধ্যে নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজন মিনহাজুর রহমান। তারা হলেন- নাদিরা আক্তার পপি এবং তার ছেলে ইয়াসিন(৩)। তাদের বাড়ি নেত্রকোনা সদর গ্রাম- বুরুনা।

মিজানুর রহমান বলেন, ‘নেত্রকোনা থেকে আমার পরিবার নিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের শোভন চেয়ারে জ বগিতে উঠেছিোম। বিমানবন্দর স্টেশনে ৫ জন নেমে যায়। চারজন কমলাপুর যাচ্ছিল। তেজগাঁও আসার পর ট্রেনে আগুন লাগলে দুজন নেমে যান। আর ধোঁয়ার কারণে আটকে মারা যায় মা ও ছেলে।’

মা-ছেলে মারা গেলেও বেঁচে গেছেন একই বগিতে আসা শিশু ইয়াসিনের মামা হাবিবুর রহমান ও ইয়াসিনের বড় ভাই মাহিম (৯)। তাদের বাসা তেজগাঁও এলাকার তেজতুরি বাজার।

উল্লেখ্য, তেজগাঁও রেলওয়ে স্টেশনে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে মঙ্গলবার ভোর ৫টা ৫মিনিটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে তিনটি বগি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর