Monday, February 3, 2025

ব্যালট ছাপানোর কাজ শুরু, ২৫ ডিসেম্বরের পর জেলায় পাঠানো হবে

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।

ইসির অতিরিক্ত সচিব বলেন, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি। তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে, সেগুলো পরে ছাপানো হবে।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে। আর মামলা আছে, এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। তবে প্রাথমিক চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।

অশোক কুমার দেবনাথ জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর ব্যালট জেলায় যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানু্য়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক হাজার ৮৯৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। আদালতের নির্দেশনায় এ সংখ্যা কমা-বাড়ার সুযোগ রয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর