Monday, February 3, 2025

বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের দেশগুলোর কারও সঙ্গে রাশিয়া কোনো প্রতিযোগিতা করছে না বলে জানিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি। মঙ্গলবার ঢাকায় রাশিয়ান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ১৫ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ তুলেন, বাংলাদেশে নির্বাচনের পর ‘আরব বসন্তের’ মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র। তার এই বক্তব্যের বিষয়ে রুশ রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা শুধু এটাই বলছি যে দেখো তারা কী করছে বা কী করেছে। এ বিষয়ে আমি আগেও বলেছি।’

আলেকজান্ডার ম্যানতিতস্কি সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরে সোভিয়েত নৌ-সদস্যদের সহায়তা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’

মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেভির সদস্য ভিটালি গুবেনকো ও আলেকজান্ডার জালুটস্কির ঢাকা সফর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার রাশান দূতাবাস। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে সোভিয়েত নেভির এই দুই সদস্য চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার কাজে নিয়োজিত ছিলেন।

সেই সময়ের স্মৃতি তুলে ধরে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম বন্দর সচল করার জন্য মস্কোকে অনুরোধ করেন। মস্কো দ্রুততার সঙ্গে রাজি হয় এবং ওই মাসেই এ বিষয়ে চুক্তি সই হয়। সম্পূর্ণ মানবিক কারণে সোভিয়েত নেভি ওই কাজ করেছে। যদিও কয়েকটি প্রতিষ্ঠান ওই কাজের জন্য কোটি ডলার চেয়েছিল।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক মুখোমুখি অবস্থানে রয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের নিন্দা জানিয়ে আসছে রাশিয়া।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর