স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে না। এটা জেনেই তারা নির্বাচন বানচাল করতে নানা ধরনের কর্মসূচি পালন করছে। নাশকতা তারা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি আজ থেকে সরকারকে সবক্ষেত্রে অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে যখন ভোটের আমেজ চলে এসেছে, তখন তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এটা কেমন অসহযোগ কর্মসূচি, সেবা সংস্থার বিল না দিলে তারা সে সেবা পাবে না। এ কর্মসূচি জনগণ মানবে না। কারণ তাদের চেনে দেশের মানুষ। যথাসময়ে ভোট হবে। সুষ্ঠু ভোট হবে।
তিনি বলেন, ইসি ভোট সুষ্ঠু করতে সকল চেষ্টা করছে। আমাদের বাহিনী দক্ষ। তারা অনেক ভোট, সহিংসতা দেখেছে। তাদের মোকাবিলা করার অভিজ্ঞতা আছে। বিএনপি ভেঙ্গেছে। অনেক নেতা ভোটে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেজগাঁয়ের নাশকতা অমানুষদের কাজ। এটা হৃদয় বিদারক। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।