Wednesday, November 27, 2024

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে শপথবাক্যে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শেখ হাসিনা। সব মিলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগ সভাপতি।

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

 

এর আগে, শপথ নিতে বঙ্গভবনে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

এরও আগে নতুন মন্ত্রিসভার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নিতে বঙ্গভবনে পৌঁছান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার আগেই তারা শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন।

এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর