Wednesday, November 27, 2024

পঞ্চগড়ে ঝরছে কুয়াশার বৃষ্টি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। বিগত কয়েকদিনের তুলনায় কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে এ জনপদের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। শীত নিবারণের চেষ্টায় উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে খড়কুটো দিয়ে আগুন পোহাতে দেখা গেছে তাদেরকে।

আজ ভোর থেকে কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টি মতো কুয়াশা ঝরায় দিনের আলোয় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। বেলা বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।

জেলার পৌর শহরের আলমগীর হোসেন নামের একজন দিনমজুর বলেন, সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কাজে বের হতে পারছি না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর