আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ৮৫টি আসনে কারচুপির অভিযোগ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান।
পাকিস্তানী গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই নেতা রওফ হাসান অভিযোগ করেছেন, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে অন্তত ৮৫টি আসনে কারচুপি হয়েছে। এ সময় পিটিআই ও পিটিআই সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে পাকিস্তানের ইতিহাসে ‘সবচেয়ে বড় জালিয়াতি’ করা হয়েছে।
তিনি আরো বলেন, পিটিআই জাতীয় পরিষদের অন্তত ১৭৭টি আসন পাওয়ার আশা করেছিল। এর মধ্যে কেবল ৯২টি আসন তাদের দেয়া হয়েছে। বাকি ৮৫টি আসনই তাদের থেকে কেড়ে নেয়া হয়েছে। সেজন্য দলটি সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
সূত্র : সামা টিভি