Thursday, October 31, 2024

পাঠক চায় চেকবই

নিজস্ব প্রতিবেদক
চেকবই নিতে সবাই ভিড় জমাচ্ছেন ‍‍`তাম্রলিপি‍‍`র প্যাভিলিয়নে। অমর একুশের বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ‍‍`চেকবই‍‍`।

কিন্তু কেন? জানতে চাইলে এক পাঠক বললেন, ‍‍` বেলা-অবেলা-সারাবেলার ভাব-ভাবনা, ব্যস্ত-ব্যকুল মনের কামনা-বাসনা-যাতনা-প্রেরণা সুনিপুণ ম্যাকম্যানের মতো সাজিয়েছে ‍‍`চেকবই‍‍`।

আরেক পাঠক জানালেন, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে ‍‍`মায়াবী পর্দায়‍‍`। তখনই কালের কারাগার থেকে মুক্তির পংক্তিগুলো পাঠককে দু-দন্ড শান্তি দিয়েছে।

এ প্রসঙ্গে ‍‍`তাম্রলিপি‍‍`র মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিঁখুত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিন‍‍`র ‍‍`চেকবই‍‍`র অক্ষরগুলো শপথের স্বাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।

তাম্রলিপির (১৫ নং) প্যাভিলিয়নে চেকবই পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর