আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপর্তকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় সাত ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) টেলিগ্রামে একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে নিহত জিম্মির সংখ্যা এখন ৭০ ছাড়িয়েছে।
সাধারণত জিম্মিদের উপর হামাসের জনসাধারণের বার্তার প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন ইসরায়েলি কর্মকর্তারা। একে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেন তারা।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সামরিক অভিযান পরিচালানা করেছিল হামাস যোদ্ধারা। তখন তারা এক হাজার ২০০ জনকে হত্যা করে। একইসঙ্গে অন্তত ২৫০ জনকে আটক করে গাজায় নিয়ে যায়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় শুরু করা ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।