Saturday, November 23, 2024

সাভারে তেলবাহী লরিতে আগুন, নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক

সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় তেলবাহী লরি-পিকআপভ্যানের সংঘর্ষে লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় হেলাল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মৃতরা হলেন- যশোরের চৌগাছার বাসিন্দা মো. ইকবাল, ট্রাকচালক নজরুল ইসলাম এবং ট্রাকের সহকারী হেলাল।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, সাভারে তেলবাহী লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হেলাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ও ইনহ‍্যালেশন বার্ন হয়েছিল। এর আগে সকালে নজরুল ইসলাম নামে আরও একজনকে জরুরি বিভাগে আনা হলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সকালে ৮ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে বর্তমানে ১০০ শতাংশ দগ্ধ নিয়ে সাকিব, ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০ শতাংশ দগ্ধ শিশু মিম, ১০ শতাংশ দগ্ধ নিয়ে আল আমিন, ৮ শতাংশ দগ্ধ নিয়ে নিরঞ্জন ও ৫ শতাংশ দগ্ধ নিয়ে আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে আরও ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর