Friday, December 27, 2024

রাশিয়াকে সহযোগিতা করলে ভয়াবহ পরিণতি, চীনকে আমেরিকার হুঁশিয়ারি

নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সহযোগিতা দিলে চীনকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বৃহস্পতিবার জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভ্যান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জ্যানেট ইয়েলেন বলেন, চীনের সঙ্গে গঠনমূলক এবং স্বচ্ছ অর্থনৈতিক সম্পর্ক চায় ওয়াশিংটন। তবে যেসব ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা তা লঙ্ঘন করে চীন যদি মস্কোর কাছে কোনো ধরনের পণ্য সরবরাহ করে তাহলে তার জন্য বেইজিংকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, আমেরিকা ও চীন হচ্ছে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক অপরিহার্য। কিন্তু দুই দেশের সম্পর্ক বর্তমানে সুস্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

ইয়েলেন জানান, তিনি এখনো চীনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং সফরের পরিকল্পনা হাতে রেখেছেন। বলেন, “আমার লক্ষ্য পরিষ্কার এবং সৎ। দুদেশের মধ্যে যে ঝামেলা রয়েছে তা দূর করা এবং শান্তিময় বাস্তবতার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা।”

বক্তৃতায় জেনেট ইয়েলেন আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকা যেমন সম্পদের ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে, তেমনি প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, চীন যতক্ষণ পর্যন্ত নিয়মনীতি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত উদীয়মান চীনের অগ্রযাত্রা আমেরিকা ও বিশ্ববাসীর জন্য মঙ্গলজনক হবে। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে দুদেশই লাভবান হতে পারে বলেও উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর