Thursday, November 21, 2024

সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রতিনিধি
৩০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১২ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া সাবেক মন্ত্রীর ছেলেরা হলেন- মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। তাদের মধ্যে মুজিবুর রহমান সাবেক মন্ত্রীর মালিকানাধীন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। অন্য তিনজন একই প্রতিষ্ঠানের পরিচালক। তারা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

আদালত আদেশে উল্লেখ করেন, ৩০ কোটি ৫৩ লাখ টাকা খেলাপী ঋণ আদায়ের দাবিতে উত্তরা ব্যাংক পিএলসি শাখা এ মামলা দায়ের করে। তারপর তারা সুদ মওকুফ সুবিধা নিয়ে ঋণ পুনঃতফশীল করেন। কিন্তু তারপরও ঋণখেলাপীরা কোন টাকার ঋণ পরিশোধ করেননি। তাদের ঋণ পরিশোধের সক্ষমতা থাকার পরও ঋণ পরিশোধ না করে দেশ বিদেশে বিলাসী জীবন যাপন করছেন। তাই ব্যাংকের আবেদনের উপর শুনানি শেষে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন। ২০২৩ সালের ২৬ নভেম্বর আদালতে এ অর্থঋণ মামলাটি দায়ের করা হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর