Friday, January 3, 2025

ফ্লপের পথে অপু বিশ্বাসের সিনেমা, কেঁদে কেঁদে সবাইকে হলে ডাকলেন পরিচালক

ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২২ এপ্রিল) দেশের প্রেক্ষাগৃহে আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটিও রয়েছে। যদিও সিনেমাটি খুব বেশি হলে মুক্তি পায়নি।

মুক্তির আগে ছবির নায়ক জয় চৌধুরী বলেছিলেন— সিনেমা হলে মুক্তির পাশাপাশি দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন ঘটেনি। মুক্তির পায় মাত্র ৯টি হলে।

সিনেমাটি মুক্তির ৬ দিনের মাথায় খবর নিয়ে জানা যায়, ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য ছবিগুলোর মধ্যে এই ছবিটির বাণিজ্যিক অবস্থান রয়েছে ৮ নম্বরে। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় ছবিটি সুপার ফ্লপ। ১ কোটি ৬২ লাখ টাকা বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত মাত্র ৫ লাখ টাকা আয় করেছে বলে জানা যায়।

এদিকে পর্দায় প্রেমময় বাঁশির সুরে জয় চৌধুরী আর অপু বিশ্বাসকে প্রেমের সুতোয় বাঁধলেন যে পরিচালক-প্রযোজক, সিনেমাটি চরম লোকসানের মুখে থাকায় তিনিই এখন কেঁদে বুক ভাসাচ্ছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে পরিচালক লেবু বলেন, ‘‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তা হলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধ দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি— আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’

উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর