চট্টগ্রাম ব্যুরো: দেওয়ানহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটের পাশে টায়ার মার্কেটে আগুন লেগেছে। ফলে এই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এতে সোনার বাংলা, বিজয় ও মহানগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। এ কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না, বেরও হতে পারছে না।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, টায়ারের গুদামে গুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮ ইউনিট আগুন নিভানোর কাজ করছে।
ট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, রেললাইনের পাশে আগুন লাগায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি টাইগারপাস বসিয়ে রাখা হয়। এছাড়া বিজয় ও মহানগর এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল ব্যাহত হতে পারে।