Saturday, November 23, 2024

নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে।’ এ সময় আগামী নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র সংলাপের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, আলোচনার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর