নির্বাচনে বিএনপি বা অন্য কোনো দলের অংশগ্রহণ করা বা না করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে দেশটির জনগণ।
সোমবার (১ মে) ওয়াশিংটনে স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির করা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সহযোগী এবং বাংলাদেশ দ্রুতই একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এক প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়, বাংলাদেশের একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক। কিন্তু পরে বলতে পারে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি- এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে?
উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।’
এ সময় বেদান্ত প্যাটেল বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে আরও মনযোগী ওয়াশিংটন।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু, অর্থনীতি ও মানবিক সহায়তা প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।’