Saturday, November 23, 2024

এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগ উঠেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঐশ্বরিয়া রায়  অভিনীত মনিরত্নম পরিচালিত “পোন্নিইন সেলভান ২” মুক্তি পেয়েছে। মুক্তির পর এ পর্যন্ত ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপি। এটিতে “ভীরা ভীরা” গানের সুর বেঁধেছেন জfতীয় পুরস্কার জয়ী এই সংগীতশিল্পী।

সিনেমার “বীরা রাজা বীরা” গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের।

তিনি জানান, এই গানের সুর আর তার বাবা-চাচার শিব বন্দনার সুর এক, শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।

ওয়াসিফুদ্দিন এই অভিযোগ এনে পুলিশের কাছে যাননি। তিনি চিঠি লিখেছেন কণ্ঠশিল্পীর কাছে।

চিঠিতে তিনি জানিয়েছেন, এই সুর ব্যবহারের জন্য আমার পরিবার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল এ আর রহমানের। অনুমতি চাইলে আমি অনুমতি দিতাম কিন্তু তা তারা করেননি। অভিযোগটি নিয়ে এ আর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তারা বলছেন, ওয়াসিফুদ্দিনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এই ধরনের অপপ্রচার করছেন।

নির্মাতারা বলছেন, “বীরা বীরা” গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নিয়েছেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর