Thursday, October 31, 2024

বিশ্ব নেতাদের সঙ্গে কমনওয়েলথ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ মে) সম্মেলনস্থল কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউজে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্থাটির সেক্রেটারি জেনারেল ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

পরে রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সরাসরি মতবিনিময় করেন।

প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কমনওয়েলথ নেতাদের আলোচনা। এতে সভাপতিত্ব করেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাসহ লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বেশকিছু ইস্যুতে শেখ হাসিনা-ঋষি সুনাক আলোচনা করেছেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর