টেনিস কোর্টে ছয়টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা সানিয়া মির্জা। ভারতীয় এই টেনিস কিংবদন্তি বিশ্বের আনাচে-কানাচে বড় সব খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন। এমনকি মেয়েদের ডাবলসে এক সময় এক নম্বর ছিলেন সানিয়া। ইতোমধ্যে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও খেলে ফেলেছেন ৩৬ বছর বয়সী সানিয়া।
সম্প্রতি একটি ঠান্ডা পানীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিজ্ঞাপনটিতে বিশ্বজুড়ে মেয়েদের নিয়ে সমাজের নানান অসঙ্গতি-সমস্যার বিষয় উঠে এসেছে। আর এই নিয়েই এবার মুখ খুলেছেন ভারতীয় টেনিসের অন্যতম সেরা তারকা সানিয়া মির্জা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইটে সানিয়ার দাবি, এই বিজ্ঞাপনটি দেখে অনেক স্মৃতি ফিরে আসে। মানুষ কীভাবে আমার টেনিস খেলা নিয়ে একসময় মন্তব্য করেছিল। একজন মেয়ে টেনিস খেলে কী অর্জন করবে? টেনিস মহিলাদের খেলা নয়।
ভারতীয় এই ক্রীড়া সেনসেশনের ভাষ্য, একটা মেয়ে এটা নিয়ে কতদূর এগোতে পারে? এমন নানান প্রশ্ন উঠেছিল। তবে আমি আমার স্বপ্ন অনুসরণ করেছি, কখনো হাল ছাড়িনি। কারণ আমি নিজেকে বিশ্বাস করি এবং সমাজ আমার সম্পর্কে যা বলেছিল, তা আমি মেনে নিইনি। আমি এসব লোকের সংশয় ভেঙেছি, নোংরা মন্তব্যের ঊর্ধ্বে উঠেছি। দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি নিয়ে সাফল্য অর্জন করতে হয়।
সানিয়া আরও যোগ করেন, আমার জন্য, রাইস আপ বেবি এ কথাটা সংকল্পের মতো ছিল।
সানিয়ার ধারণা, এই নতুন বিজ্ঞাপনটি আজকের কিশোরী, মেয়েদের জন্য তাদের স্বপ্নপূরণের জন্য অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, সানিয়া মির্জা ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন। এ ছাড়া এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও রয়েছে পদক। সবশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম। সেবার জুটি বেঁধেছিলেন মার্টিনা হিঙ্গিসের সঙ্গে। ২০১৮ থেকে অনেকটা অনিয়মিত হয়ে পড়া সানিয়া ২০২১ সালের অস্ত্রাভা ওপেনে খেতাব জেতেন।