রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একাধিক ভবন চিহ্নিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
শনিবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি জানান, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। তারা এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেবে।
কোন ভবন থেকে ঢিল ছোঁড়া হয়েছে বিষয়টি এখনও স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, “কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি পূর্ব অংশে চলাচলরত মেট্রোরেলকে উদ্দেশ করে ঢিল ছোড়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তার আশপাশের তিন থেকে চারটি ভবন শনাক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় মেট্রোরেল-২০১৫ আইনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কাঁচ মেরামত করতে ১০ লাখ টাকা খরচ হয়েছে।”
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “যে ভবন থেকে ঢিল ছোঁড়া হয়েছে, সেটি শনাক্তে আমরা কাজ করছি। কোন ভবন এবং কোন ব্যক্তি কী উদ্দেশ্যে ঢিল ছুড়েছে তা শনাক্তে তদন্ত চলমান রয়েছে।”