Thursday, October 31, 2024

রাজমুকুট পরে সিংহাসনে তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের রাজপরিবারে প্রতীকীভাবে নতুন যুগের সূচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস।

শনিবার (৬ মে) দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার।

শুরুতে শপথ গ্রহণের পর চার্লসকে রাজমুকুট পরানো হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে মুকুট পরিয়ে দেওয়া হয় রানি ক্যামিলাকেও।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় সেইন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, “ঈশ্বর রাজাকে রক্ষা করুন।”

রাজাকে আর্চবিশপ বলেন, “নতুন রাজা যেন তার শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন।”

রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। এ সময় তিনি আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া একজন “একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট” হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।

রাজা সিংহাসনে আরোহণের পর তার ডান হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম।

রাজার পর রানি কনসোর্ট ক্যামিলাকেও রাজমুকুট পরিয়ে দেয়া হয়। তবে তাকে কোনো শপথ পড়তে হয়নি।

সর্বশেষ ১৯৫৩ সালে নিজের রাজ্যাভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার ৭০ বছর পর তার ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে মুকুটটি পরলেন।

রাজা-রানির সিংহাসনে বসার মুহূর্তে অ্যাবের ঘণ্টা বাজতে থাকে। পাশে থাকা হর্স গার্ড প্যারেড থেকে দেয়া হয় গান স্যালুট।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সংগীত ও প্রতীকী আয়োজনে আরও নানা কর্মসূচির পর রাজা ও রানি ক্যাথেড্রালটি ছেড়ে যান। সেসময় সেখানে উপস্থিত সবাই যুক্তরাজ্যের জাতীয় সংগীত “গড সেভ দ্য কিং” (ঈশ্বর রাজাকে রক্ষা করুন) গাইতে থাকেন।

এই মুকুট ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল রাজা দ্বিতীয় চার্লসের জন্য। অ্যাংলো-স্যাক্সন রাজা ও সেইন্ট এডওয়ার্ড দ্য কনফেসরের নামানুসারে মুকুটটির নাম দেওয়া হয়েছে। এডওয়ার্ড মুকুটটিকে পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কয়েকশ বছর ধরে রাজ্যাভিষেকে ব্যবহার করা হচ্ছে।

এর আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তারা।

রাজা চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জোড় হয়েছে। বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত যোগ দিয়েছেন।

সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। চার্লস যুক্তরাজ্যসহ আরও ১৪ রাষ্ট্রের রাজত্ব পান ২০২২ সালের সেপ্টেম্বরে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর