Saturday, November 23, 2024

সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছেছে ১৩৫ বাংলাদেশি

সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৫ বাংলাদেশি ঢাকা পৌঁছেছেন।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এসময় প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে রাত একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট তাদের নিয়ে জেদ্দা থেকে রওনা হয়।

তিন দফায় পোর্ট সুদান থেকে তাদের জেদ্দা নিয়ে যাওয়া হয় বলে দূতাবাস জানিয়েছে।

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশিদের মধ্যে এ দলটিই সবার আগে সুদান থেকে ফিরেছে।’

পোর্ট সুদান থেকে তিনটি ফ্লাইটে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে তাদের জেদ্দায় পাঠানো হয়েছে- জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

জানা গেছে, প্রথম ফ্লাইটে ৪৫ জন, দ্বিতীয়টিতে ২৪ জন এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছায়।

এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, সুদানে আটকে পড়া বাকি ৫৪০ বাংলাদেশিকে দ্রুত সৌদি আরবে নিয়ে আসা হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর