Thursday, December 26, 2024

দুই লাখ টাকার পিৎজা নেট দুনিয়ায় ভাইরাল

বাহারি খাবার হিসেবে পৃথিবীজুড়ে জনপ্রিয় বার্গার ও পিৎজা। দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। ফলে মাসে দু-একবার পিজ্জার স্বাদ পেতে ভালবাসেন ভোজনরসিকরাও। তবে মার্কিন এক রাঁধুনি যে পিৎজা বানিয়েছেন, তার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ এটির দাম দুই লাখ টাকারও বেশি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি ইনস্টাগ্রামে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রন্ধনশিল্পী সেফ ব্রুক বেভস্কি এমনই এক পিৎজা বানানোর ভিডিও শেয়ার করেন।

পোস্টে তিনি লিখেন, “আমার এক খ্যাতিমান গ্রাহক আজ রাতের খাবারের জন্য ২ হাজার ডলারের পিৎজা চান।”

ভিডিওতে দেখা যায়, পিৎজা বানানোর নানা উপাদান কিনতে একটি স্টোরে যান তিনি। সেখান থেকে অর্গানিক ডুমুর, মাশরুম গুঁড়া, কাঠবাদাম, গ্লুটেনহীন ময়দা, তেল, ৩০ ডলারের পানিসহ নানা পদের অপ্রচলিত উপাদান কেনেন। এসব পণ্যেরই মোট বিল দাঁড়ায় ৯৪৪ ডলার বা প্রায় ১ লাখ টাকা। এ ছাড়া পিৎজার জন্য মানুকা ফুলের অর্গানিক মধু ও ২০০ ডলার দামের এক বয়াম ক্যাভিয়ারও (সাধারণত দামি স্টার্জন মাছের ডিম) কেনা হয়। পরের ভিডিওতে দেখানো হয় পিৎজাটির প্রস্তুতের কৌশল।

দামি এ পিৎজায় নিরামিষ পেস্তো ব্যবহার করেছিলেন ব্রুক। যেখানে ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্সও যোগ করা হয়।

ভিডিওর শেষে পিৎজাটি পরিবেশন করতে দেখা যাচ্ছিল ব্রুককে।

এদিকে দামি এ পিৎজার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

অনেকেই বলছেন, “এ পিৎজার দাম তার বাড়ি ভাড়ার থেকেও বেশি।”

আবার কেউ বলছেন, “এই ২ হাজার ডলার দিয়ে বিমানে ইতালি গিয়ে পিৎজা খেতে পারতাম।”

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এটিকে অযৌক্তিক ব্যয় বলে মনে করছেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর