নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমনের উদ্যোগে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আলিম মাদ্রাসার মাঠে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পুরুষ ও ৫ শতাধিক দুস্থ নারীর মাঝে বস্ত্র বিতরণ করেছেন।
বুধবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মাওলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও চাঁদপুর জেলা জাতীয় পার্টি সভাপতি এমরান হোসেন মিয়া, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল লতিফ শেখ, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি তারেক এ আদেল, জাতীয় পার্টির নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্মসম্পাদক মাহফুজশেখ, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সহসম্পাদক শিবলী আহমেদ সবুজ, রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান খন্দকার।
কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়নের সঞ্চালনা করেন। সমাবেশ শেষে সহস্রাধিক অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জে জাপার মনোনয়ন চান শেখ সাজ্জাদ রশিদ সুমন
সমাবেশে শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, এইচ এম এরশাদের আদর্শ বুকে আমি অবহেলিত ফরিদগঞ্জবাসীর সেবক হতে চাই। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি এর প্রত্যক্ষ নির্দেশনায় ফরিদগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সাথে নিয়ে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের এক আদর্শ ফরিদগঞ্জ গড়তে চাই। আজকের এই সামান্য সহযোগিতায় আমার যাত্রা আমি এখানেই শেষ করতে চাই না। আপনারা পাশে থাকলে, সহযোগিতা ও সমর্থন করলে আপনাদের প্রকৃত সেবক হয়ে উঠতে চাই।
তিনি আরো বলেন, আমার দাদা হাজী কাজীমুদ্দিন শেখ ও আমার বাবা প্রয়াত অ্যাড. এম এ রশিদ শেখ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা বলেন, সামনে জাতীয় পার্টির সুদিন আসছে৷ আপনারা শেখ সাজ্জাদ রশিদ সুমনের হাতকে শক্তিশালী করে সংঘবদ্ধ থাকুন।