Friday, January 3, 2025

বাগদানের পর প্রথম ছবিতে রাঘব-পরিণীতি

পরনে সাদা পোশাক, অনামিকায় বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব।

দিল্লির কাপুরথালা হাউসে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয় পরিণীতি ও রাঘবের। আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরান দুই তারকা।

আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার সঙ্গে আংটি বদলের পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এত দিন ধরে প্রেম চলছিল তাদের মধ্যে। একে অপরের সান্নিধ্য পেয়ে যে কতটা আপ্লুত তারা, তা স্পষ্ট যুগলের ছবিতেই।

বাগ্দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, মণীশ মালহোত্রা ছাড়াও আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

আপ নেতা রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের পড়াশুনা করেছেন। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর