আন্তর্জাতিক ক্রিকেটে বড় পরিবর্তন আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটি ও নারী ক্রিকেট কমিটির সুপারিশের পর ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বেশকিছু পরিবর্তন এনেছে তারা। নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়াররা রিভিউর জন্য টিভি আম্পায়ারের কাছে যাওয়ার আগে কোনো সফট সিগন্যাল দিতে পারবেন না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল থেকে নিয়মটি কার্যকর করা হতে পারে। ইতোমধ্যেই চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই দল অস্ট্রেলিয়া ও ভারতকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ জানায়, আইসিসির ক্রিকেট কমিটি সফট সিগন্যাল ব্যবস্থা বাতিল করে সংশোধিত প্লেয়িং কন্ডিশনের অনুমোদন দিয়েছে। সাধারণত কোনো সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা থাকলে মাঠের আম্পায়াররা থার্ড আম্পায়ারের সহযোগিতা চান। সে সময় নিজেদের একটি মত সিদ্ধান্ত থার্ড আম্পায়ারকে জানিয়ে থাকেন অনফিল্ড আম্পায়াররা। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দোটানায় ভুগলে মাঠের আম্পায়ারের মতকেই গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়ম বাতিলের ফলে থার্ড আম্পায়ারের গুরুত্ব আরও বাড়বে।
সফট সিগন্যাল বাতিল ছাড়াও একাধিক পরিবর্তনের কথা জানিয়েছে ক্রিকবাজ। একটি হচ্ছে সূর্যের আলো কমে গেলে ফ্লাড লাইট ব্যবহার করা যাবে এবং অন্যটি হচ্ছে এক টেস্টের সিরিজে একটি রিজার্ভ ডে রাখা।