Friday, January 3, 2025

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়

তীব্র দাবদাহ থেকে মু্ক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ঠাকুরগাঁওয়ে ইসতিখার নামাজ আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার কাউন্সিল হাট ঈদগাহ দাখিল মাদরাসা মাঠে শুভ শক্তি সোসাইটির আয়োজনে নামাজ আদায় করে এলাকার শতাধিক মুসল্লী৷

নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। খুতবা প্রদান করেন মাওলানা রাজেকুল ইসলাম।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজ শেষে স্থানীয় মুসল্লী লতিফুর রহমান বলেন, বৃষ্টিটা হওয়া খুব জরুরি। খেত-খামারের অবস্থা খারাপ। আর মাঠে রোদের কারনে থাকা যাচ্ছে না। আল্লাহ সহায় হলেই বৃষ্টি হবে ইনশাআল্লাহ।

শুভ শক্তি সোসাইটির সদস্য সচিব মেহেদী হাসান বলেন, বৃষ্টির অভাবে চারদিকে হাহাকার। কোন কাজেই স্বস্তি মিলছেনা। এবারে তাপের প্রকোপকতা অধিক। সে কারনে আজ আমরা নামাজ আদায় করেছি। সকলে আমাদের এ নামাজে শামিল হয়েছেন।

নামাজের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ বলেন, তীব্র গরমে মাঠে কাজ করা যাচ্ছে না৷ বৃষ্টির অভাবে ফসলি মাঠ ফেটে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আমরা আজকে নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর