আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এখন থেকে প্রতিমাসেই বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করবে সরকার।
শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, এখন থেকে এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করবে সরকার। বিশ্ববাজারে যদি দুই টাকা দাম কমে, আমাদের এখানেও কমবে। ৫ টাকা কমলে এখানেও কমবে। ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এক মাস পর পর আমরা এটা করব।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ভতুর্কির বোঝা কমাতেই, প্রতিবেশী ভারতের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এসময় বিদ্যুৎ-গ্যাসের হাজারো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ও হাজার কোটি টাকা বকেয়া পাওনা আদায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে হতাশা প্রকাশ করেন নসরুল হামিদ। এ ছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ৪০০ এমএমসিএফ গ্যাস কমে গেছে বলেও জানান তিনি।