চলতি বছর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে সেখানে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল। যেখানে রয়েছে পাকিস্তানও। কিন্তু দু’দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখনো নিশ্চিত নয় পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা। তবে ঘটনার সূত্রপাত ভারত যখন পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বলে ঘোষণা দেয় তারপর থেকে। এরপরই পাকিস্তান জানায় ভারত এশিয়া কাপ না খেললেও পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না।
পরবর্তীতে অবশ্য পাকিস্তান ভারতকে এশিয়া কাপ আয়োজনে একটি প্রস্তাবনা দিয়েছে যেটিকে বলা হচ্ছে হাইব্রিড এশিয়া কাপ। বিসিসিআই সে প্রস্তাবেও এখনো সম্মতি দিচ্ছে না। হাইব্রিড এশিয়া কাপের মানে হলো টুর্নামেন্টটা মূলত হবে পাকিস্তানেই, কিন্তু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে।
তবে দু’দেশের এমন দড়ি টানাটানি নিয়ে ভিন্নমত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি। তার মতে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তান যদি স্বাগতিকদের হারিয়ে বিশ্বকাপ জয় করে তবে এটাই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি পিসিবির বড় জবাব।
সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেটপাকিস্তানকে আফ্রিদি বলেছেন, আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।
তিনি আরও বলেন, ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।
এরপর ৪৬ বছর বয়সী সাবেক অধিনায়ক বাবর-রিজওয়ানদের উদ্দেশে বলেন, ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।