Friday, November 22, 2024

এশিয়া কাপের দুই ভেন্যু চূড়ান্ত করল পাকিস্তান

আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। তবে সেখানে ভারত খেলবে কি না, ম্যাচ পাকিস্তানে হবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে, এমনকি আদৌ এশিয়া কাপ মাঠে গড়াবে কি না- কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত আসরটির দুইটি ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান।

সোমবার (২২ মে) পাকিস্তানি গণমাধ্যম ‘জিও টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, এবার প্রস্তাবিত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে খেলা অনুষ্ঠিত হবে। যার দুইটি ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিবেদন অনুযায়ী, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের বাকি ম্যাচ নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজত হবে। শারজাহ কিংবা আবুধাবির চেয়ে দুবাইয়ে বেশি টিকিট বিক্রি হবে, বলে বিশ্বাস করে পিসিবি।

এশিয়া কাপের এবারের নির্ধারিত আয়োজক পাকিস্তানে রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত। তাদের ইচ্ছা, পুরো টুর্নামেন্ট কোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হোক। তবে পাকিস্তানও তাদের মাটিতে ম্যাচ আয়োজন করতে চায়। অচলাবস্থা ভাঙতে একটি ‘হাইব্রিড মডেল’ উত্থাপন করে পিসিবি।

হাইব্রিড মডেল অনুযায়ী, ভারতের ম্যাচগুলো বাদে এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজিত হবে। ভারতের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর বিকল্প প্রস্তাবও দিয়েছে পিসিবি। আরেকটি প্রস্তাবে বলা হয়, টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর