Friday, January 3, 2025

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

বিয়ে করলেন গীতিকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। মেহের আয়াত জেনিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের বিষয়টি শিল্পী নিজেই তার ফেসবুক নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ইমরান মাহমুদুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

নভেম্বরে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে জানিয়ে ইমরান লিখেছেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’

সবশেষ দোয়া চেয়ে এই গায়ক লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

ইমরান মাহমুদুল অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন।

২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘ভালবাসার লাল গোলাপ’ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। একই বছর চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্সআপ হয়েছিলেন এই গায়ক। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে ‘স্বপ্নলোকে’।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর