Saturday, November 23, 2024

বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন শান্ত

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে রান না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হন তিনি। সেই কঠিন পরিস্থিতিতেও শান্তর ওপর আস্থা হারাননি নির্বাচকরা। নির্বাচকদের সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন শান্ত। বর্তমানে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারের কাছ থেকে ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও বেশি। লাল-সবুজ জার্সিতে একটি বড় স্বপ্নই দেখেন শান্ত, যেটি পূরণ করতে চান নিজে অবদান রেখে।

বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বেশ শক্তিশালী দল বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপেও টাইগারদের থেকে দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। লাল-সবুজ জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরেই নীরবে মনে লালন করে আসছেন শান্ত। স্বপ্ন দেখেন, নিজে অবদান রেখে দেশকে বিশ্বকাপ জেতাবেন তিনি।

শান্ত বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এটাই আমার স্বপ্ন। আমি ওই বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে চাই। আর চাই, তাতে আমার অবদান যেন বেশি থাকে।’

ক্যারিয়ারের শুরুর দিকে ছন্দে না থাকলেও বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন শান্ত। মনস্তাত্ত্বিক এবং টেকনিকের উন্নতির কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। শান্ত বলেন, ‘আমার মনে হয় দুটোই। টেকনিক্যালের পাশাপাশি মানসিক ব্যাপারও আছে। ক্যারিয়ারের শুরু থেকেই কঠোর পরিশ্রম করি আমি। চেষ্টা করি টেকনিক বা অনুশীলনের প্যাটার্নে কীভাবে আরও উন্নতি করা যায়, টেকনিকে আরও ভালো করা যায়। আল্লাহর রহমতে এখন ভালো হচ্ছে। সামনে আরও ভালো হবে।’

সাম্প্রতিক সময়ে টাইগাররা যে ছন্দে রয়েছে সেটি ধরে রাখতে পারলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি। গত কয়েকটি সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। যদি এটা ধরে রাখতে পারি এবং দল হিসেবে খেলতে পারি তাহলে বিশ্বকাপেও ভালো করা সম্ভব।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর