Saturday, November 23, 2024

মেসির সামনে নতুন প্রস্তাব, হতে যাচ্ছেন লিগের সবচেয়ে দামি খেলোয়াড়

আনুষ্ঠানিকভাবে শেষ হলো লিওনেল মেসির পিএসজি অধ্যায়। দুই মৌসুম কাটিয়েছেন ফরাসি ক্লাবটিতে। যদিও খুব বেশি সফল হননি তিনি। তবে লিগ ওয়ানে দুই আসরেই শিরোপা জিতেছেন।

এবার নতুন ঠিকানার সন্ধানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। কোথায় যাচ্ছেন মেসি? ভক্তদের যখন এমন প্রশ্ন তখন মেসির সামনে তিন লিগের তিনটি ক্লাব। এর মধ্যে অন্যতম সাবেক ক্লাব বার্সেলোনা। কিন্তু অর্থ-কড়িতে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে এতোদিন চুপিসারে মেসির অপেক্ষায় থাকা আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামি।

আমেরিকান মেজর সকার ক্লাব ইন্টার মিয়ামি ইতোমধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইন্টার মিয়ামি থেকে মেসি আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন। এটি একটি দীর্ঘ মেয়াদি প্রস্তাব, কমপক্ষে তিন মৌসুম থাকতে হবে মেসিকে।

যদিও অর্থের কথা উল্লেখ করেনি তারা। তবে বলা হচ্ছে আল-হিলালের দেয়া বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবের ধারেকাছেও নেই ইন্টার মিয়ামি। তবে মেসি মিয়ামির ক্লাবটিতে গেলে, তিনিই হবেন আমেরিকান লিগের সবচেয়ে দামি খেলোয়াড়।

যেখানে মাত্র তিনজন ফুটবলারকে মিলিয়ন ডলার বার্ষিক বেতন দেয়ার অনুমতি রয়েছে। মেসি সেই নীতিকেও ছাড়িয়ে যাবেন বলে সংবাদমাধ্যমগুলোর দাবি। ফলে আগে থেকেই নানারকম প্রস্তাব নিয়ে হাজির হওয়া ক্লাবটি নতুন করে মেসিকে পেতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর