সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনে না এলে রাজনৈতিকভাবে বিএনপির কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের আটটি ওয়ার্ডে যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে তিনি এ কথা বলেন।
নানক বলেন, ক্ষমতায় আসার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক বাহিনীর ছয় শতাধিক সদস্যকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেছিলেন। তারা নাকি রাষ্ট্রকাঠামো মেরামত করবে। তাদের কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপির নেতাদের কি একটুও লজ্জা করে না? তারা বলেছিলেন আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনদিন পদ্মা সেতু করতে পারবে না। শুধু তাই নয়, বিএনপি পদ্মা সেতু নির্মাণ বন্ধে নানান ষড়যন্ত্র করেছে। আর এ ষড়যন্ত্রের পেছনে ড. ইউনূসেরও হাত রয়েছে।
তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন থেমে থাকবে না। শেখ হাসিনার নেতৃত্বের সরকার কোনো অপশক্তিকে ভয় পায় না।
এ সময় দলের বার্তা পাওয়া মাত্রই আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়তে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দি, উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।