হঠাৎ বৃহস্পতিবার মিরপুরে দেখা মিলল সাকিব আল হাসানের। দলে না থাকলেও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। যদিও সবার সাথে দলীয় অনুশীলন নয়, ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। সেড়ে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগলেও বুধবার দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করে দিয়েছেন ফিটনেস নিয়ে।
টেস্টে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে আগামী জুলাইয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে সাকিবের। সেই লক্ষ্যেই ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন তিনি। পূর্ণ ফিট হয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান সাকিব।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। সাড়ে ৯টার দিকে মাঠে প্রবেশ করেন সাকিব। শুরুতে চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলাপ করে ট্রেইনারকে নিয়ে রানিং শুরু করেন তিনি। যা সাকিবের পূর্নবাসন প্রক্রিয়ার অংশ।