Sunday, January 19, 2025

যুবলীগ ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করাতে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়াজ মোর্শেদ এলিট। সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বদিউল খায়ের চৌধুরী  লিটন ও সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ।

সভায় আরো বক্তব্য রাখেন., উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল করিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাবেক ছাত্র নেতা ইয়াসির আরাফাত, উত্তর জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ নাথ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী, সদস্য বাবলু, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি  মোঃ পারভেজ, মাহমুদুল হাসান, ওমর ফারুক চৌধুরী, আবদুল আজিজ, নাছির উদ্দিন, হাসান মুরাদ, কোদালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল জব্বার,ইসলাম পুর আওয়ামী যুবলীগের সভাপতি বাবলা চৌধুরী   প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে।

বিএনপি মিথ্যাচার করছে দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র মিথ্যাচার  যুবলীগকে  লিখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের  কেন্দ্রীয় কমিটি ঘোষিত  বিভাগীয়  শান্তি সমাবেশ  সফল করতে হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর