একদিন বিশ্রামের পর মাঠে ফিরেছে বাংলাদেশ দল। অস্বস্তি নিয়েই অনুশীলন করেছেন তামিম ইকবাল। ঢাকা টেস্টে খেলা নিয়ে এখনও দোলাচলে টাইগার ওপেনার। ফিটনেসের কিছুটা শঙ্কা থাকলেও পুরোদমে বোলিং করেছেন তাসকিন আহমেদ। এদিকে, ঢাকা টেস্ট সামনে রেখে প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছে আফগানিস্তান দল। যদিও এটা ছিল ঐচ্ছিক।
আনমনে তাকিয়ে আছেন তামিম ইকবাল। কোমর থেকে হাত সরছেই না। চেহারায় বিষন্নতার ছাপ। পুরনো ব্যাকপেইনে নতুন করে অস্বস্তি। ব্যাট হাতে সাবলীল নন। বিরতি দিয়ে কয়েক দফা নক করলেও ছন্দহারা। সবার আগেই ছেড়ে গেছেন অনুশীলন।
চোটের ধরণ জানতে মেডিকেল টিমের পরামর্শেই অনুশীলন করা। বাকী দু’দিনে কতটুকু উন্নতি হয় তার উপর নির্ভর করছে ঢাকা টেস্ট খেলা।
ফিটনেসের কিছুটা শঙ্কা থাকলেও পুরোদমে বোলিং করতে দেখা গেছে তাসকিন আহমেদকে। যদিও তার ওয়ার্কলোড নিয়ে ভাবছে বিসিবি। এবাদত, খালেদ, শরীফুলরা ঘাম ঝরিয়েছেন।
সাকিব না থাকায় স্কোয়াডে জেনুইন স্পিনারই দুজন। মেহেদী মিরাজ আর তাইজুল ইসলাম। তাদের পার্টনারশিপে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক লিটন দাসকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
হঠাৎ করে আউটডোরে দেখা মিলল টাইগারদের সাবেক গুরু স্টুয়ার্ট ল`র। বর্তমানে যুব দলের দায়িত্ব সামলাচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ। সাবেক আর বর্তমান কোচের দীর্ঘ আলাপের বিষয় কি হতে পারে তা সহজেই অনুমেয়।
আফগানিস্তানের অচেনা দলটার মাঠে নেমেই চারপাশটা চেনার চেষ্টা। সময় কম নাকি রোমাঞ্চ কে জানে, দুয়েকজন ওয়ার্মআপের আগেই শুরু করে দিলেন নেট ব্যাটিং।
পরে টিম মিটিং আর ওয়ার্মআপ সেরেছে আফগানরা। টেস্ট ক্রিকেটে সপ্তম ম্যাচ খেলার অপেক্ষায় দলটা। ৬ টেস্টে ৩ জয়ের একটা বাংলাদেশের বিপক্ষে।