আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলনে ব্যস্ত দুই দল। টিকেটের মূল্য ও খেলার সময়সূচি প্রকাশের পর এবার কোন চ্যানেলে দেখানো হবে খেলা, তা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১২ জুন) জরুরি সভা শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও জিটিভি সরাসরি সম্প্রচার করবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে সিরিজটি।
র্যাবিটহোলের মাধ্যমে সিরিজটি উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা। ভারতে অবস্থানকারী দর্শকরা দেখতে পারবে ফ্যানকোডের মাধ্যমে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে আরটিএ স্পোর্টসে।
বিদেশের মাটিতে বাংলাদেশি চ্যানেলগুলোর খেলা সম্প্রচারে অনীহা নতুন কিছু নয়। কদিন আগে আয়ারল্যান্ড সিরিজেও বাংলাদেশি কোনো চ্যানেলে খেলা দেখায়নি। বারবার দেশি চ্যানেলগুলোর এমন অনীহা দেখে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাইতো বাংলাদেশের সব খেলা দেখাতে নিজস্ব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা ঠিক করেছি আমরা বিসিবি টিভির জন্য আবেদন করব। আশা করি আমরা অনুমোদন পেয়ে যাব। তখন খেলা দেখানো নিয়ে আর অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক খেলা নয় বাংলাদেশের সব খেলাই তখন আমরা দেখাতে পারব।’
ঘরের মাঠে খেলা হলে তা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। কারণ কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে। তবে গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু বিদেশের মাটিতে সিরিজগুলোতে। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। ভক্তদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার ‘বিসিবি টিভি’ নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।