শেষ
শেষ চিঠি শেষ দেখা শেষ কথা
এসব মনগড়া মিথ্যে কথা,
খুবই একপাক্ষিক, নয়তো দ্বিপাক্ষিক
কিন্তু অবশ্যই আপেক্ষিক।
শেষ চিঠির পরেও
অসংখ্য চিঠি লিখেছি তোমায়,
প্রতিনিয়ত মনের ডাকবাক্সে ফেলেছি
কাটাকুটি করেছি, পড়েছি সঙ্গোপনে
কেবল তোমার কাছেই পৌঁছায়নি।
শেষ কথার পরেও হাজার বার কথা হয়েছে তোমার সাথে
অভিমান হয়েছে, আপোষ হয়েছে,
তোমার কথাগুলো আমিই দিয়েছি সাজিয়ে।
শুধু তুমি শুনতে পাওনি।
শেষ দেখার পরেও বারবার তোমায় দেখেছি
তুমি বুঝতেও পারোনি।
একাকী একলা ক্ষণে হায়
চোখ বুঝলে যে
তোমায় দেখতে পাওয়া যায়।।
-নন্দিনী ঘোষ তিথি
কবি নষ্ট হয়ে যাবে
কবির কল্পনার শিকড়ে তৃষ্ণার জল দিও না
হলুদ অনলে পুড়িয়ে দাও,
অনন্ত রাত্রির নিষ্ফলা ক্রন্দন দাও,
বিষন্নতায় মোড়ানো নিঃসঙ্গ শূন্যতার ধারাপাত দাও,
বিধ্বস্ত নগরীর আর্তনাদ দাও,
কর্কশ কন্ঠ দাও,
বিষ ঢেলে দাও বিদীর্ণ বুকের গভীরে।
নয়তো কবিতা আসবে কী করে?
স্নেহ দিও না
মায়া দিও না
স্বস্তি দিও না
মুক্তি দিও না
তবে,
কবি নষ্ট হয়ে যাবে….
-নন্দিনী ঘোষ তিথি