রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো নতুন দখলকৃত অঞ্চলে এক প্রকাশ্য সফরে গেছেন। তিনি ইউক্রেনের বিধ্বস্ত শহর মারিউপোল পরিদর্শন করেছেন, কয়েক সপ্তাহ ধরে বোমা বর্ষণের পর যে শহরটি রুশ সৈন্যরা গত মে মাসে দখল করেছিল।
রুশ সংবাদমাধ্যম খবর দিচ্ছে, মি. পুতিন হেলিকপ্টারে চড়ে ঐ শহরে এসে নামেন এবং অন্ধকারের মধ্যে গাড়িতে শহরটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।
তিনি শহরের কিছু বাসিন্দার সাথেও কথা বলেন। সংবাদদাতারা বলছেন, মারিউপোল মস্কোর সরকারের জন্য একটি বিরল সামরিক সাফল্যের প্রতীক এবং রুশ নেতার এই সফরের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেন যুদ্ধে যে তারা সফল হচ্ছে তা সবাইকে দেখানো।
গত শুক্রবার দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলিরা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন।
বিবিসির কূটনৈতিক বিষয়ক সংবাদদাতা জেমস ল্যান্ডল জানাচ্ছেন, ভ্লাদিমির পুতিন দৃশ্যত মনে হচ্ছে অধিকৃত ইউক্রেনে বর্ধিত সফর করছেন।
মারিউপোল একই সাথে কথিত যুদ্ধাপরাধেরও একটি অকুস্থল যেখানে রুশ বাহিনী একটি প্রসূতি হাসপাতাল এবং একটি থিয়েটার, যেখানে বেসামরিক লোকজন আশ্রয় নিচ্ছিল, তার ওপর বোমা বর্ষণ করেছিল। সূত্র: বিবিসি