দেশে মুক্তির এক সপ্তাহ পরই আমেরিকায় মুক্তি পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে।
স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় দেশ দুটির ৪২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।
অলিউল্লাহ সজীব বললেন, ‘হলিউডসহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন। তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে থিয়েটার চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব। এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে ১৮টি অঙ্গরাজ্যের ৩৭টি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’। অঙ্গরাজ্যগুলো হলো- নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া।
অন্যদিকে কানাডার চারটি প্রদেশ অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলম্বিয়ায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে ৫টি থিয়েটারে দেখা যাবে ‘প্রিয়তমা’। হলের তালিকা ও প্রদর্শনীর সময় উল্লেখ করে প্রবাসী বাঙালিদের ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন এর নির্মাতা, নায়ক, প্রযোজক সবাই।
‘প্রিয়তমা’য় জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। দেশে ঈদের দিন (২৯ জুন) সিনেমাটি ১০৫টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ১০৮টি হয়েছে। ফলে এই সপ্তাহে দেশ-বিদেশ মিলিয়ে মোট দেড়শ’ প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।