Friday, March 7, 2025

দ্রুত উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ৩৩২ রানের লক্ষ্যে মাঠে নেমে দলীয় সেঞ্চুরির আগেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ লড়াই করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১১২ রান সংগ্রহ করেছে টাইগাররা। জয়ের জন্য এখনও টাইগারদের ২২০ রান করতে হবে, হাতে আছে ৪ উইকেট। ব্যাট হাতে মুশফিক ২৪ ও মিরাজ ১৬ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছেন।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার ফজল হক ফারুকির প্রথম ওভারে কোনো রানই নিতে পারেননি তামিমের বদলে একাদশে জায়গা পাওয়া ওপেনার নাঈম শেখ।

তবে দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানকে জোড়া বাউন্ডারি মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন। কিন্তু পঞ্চম ওভারে ফারুকির বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে বসেন ডানহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন তিনি।

ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত এদিনও আশা দেখাতে পারেননি। গেল কয়েক সিরিজে ধারাবাহিক ফর্মে থাকা শান্ত আফগান স্পিনার মুজিবের রাউন্ড দ্য উইকেট থেকে টার্ন করে বেরিয়ে যাওয়া বলে বোল্ড হয়ে যান। বিদায়ের আগে নামের পাশে ৫ বলে মাত্র ১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর