Thursday, January 16, 2025

হঠাৎ আলোচনায় আসা কে এই সংবাদ উপস্থাপক!

ধীরে ধীরে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করছে বিশ্ব। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এক সমীক্ষায় বলেছে, আগামী পাঁচ বছরে বিশ্বের ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন। প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ব্যবহার করে এসব কাজ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করে এআই আনার ঘোষণাও দিয়েছে। এসব নিয়ে আলোচনার মধ্যেই এবার ভারতে টিভি পর্দায় দেখা গেল কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক।

যদিও এর আগে একাধিক দেশে টিভি পর্দায় কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক দেখা গেছে। তবে ভারতে এবার এআই সংবাদ উপস্থাপক দেখা গেল আঞ্চলিক পর্যায়ে।

আর এই চমক দেখিয়েছে ওডিশা রাজ্যের ওটিভি নামের একটি টিভি চ্যানেল।ওটিভি বলছে, আঞ্চলিক পর্যায়ে তারাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক এনেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংবাদ উপস্থাপকের নাম লিসা।

ওটিভিতে দেখা গেছে, ছিমছাম সাজে, শাড়ি পরা লিসা ঝটপট খবর পড়ছেন। দেখে বোঝার উপায় নেই—লিসা নারী নন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক।

টুইটারে ওটিভির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, লিসা নিজের পরিচয় দিচ্ছেন। তার ভাষ্য, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি উদ্বোধনী বা পরিচিতি পর্ব। ভবিষ্যতে তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে খবর পড়বেন।

ওটিভি বলছে, লিসা একাধিক ভাষায় কথা বলতে পারেন। তিনি ওডিশি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় খবর পড়তে পারেন। তারা লিসাকে এমন একটি স্তরে প্রশিক্ষিত করবে, যেন তিনি অন্যদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন।

এর আগে গত মার্চে ইন্ডিয়া টুডে গ্রুপও সোনা নামে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ উপস্থাপককে পরিচয় করিয়ে দিয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর