Monday, May 20, 2024

সায়েন্টিস্টদের শঙ্কা ফেলেছে চ্যাট জিপিটি

তথ্য-প্রযুক্তি ডেস্ক: এমনিতেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে চ্যাটজিপিটি এক অনন্য মাইলফলক। নানা সমস্যা থাকার পরও চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ছে। চ্যাটজিপিটি কি মানুষের জায়গা দখল করবে কি-না তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক চলছে। অনেকেই বলেছেন তা সম্ভব নয়। তবে সম্প্রতি তাদের ‘কোড ইন্টারপ্রেটার’ নামে এক ফিচার কিছু আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

মাত্র কয়েক মাসেই চ্যাটজিপিটি আর সামান্য চ্যাটবট নেই। বরং এটি আরও বেশি সক্ষম। যেকোনো ডাটা সায়েন্টিস্টের জন্য এর সক্ষমতার পাল্লা অনেক বড় হুমকি। সেগুলো একটু বিস্তারিত জানানো জরুরি।

ডাটা বিশ্লেষক চ্যাটজিপিটি
একজন ডাটা সায়েন্টিস্টের কাজ কি? তিনি অনলাইনে কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য ডাটা বিশ্লেষণ করেন। এভাবেই কোনো ব্যক্তি বা সংস্থাকে তিনি পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু জিপিটি-৪ এখন নিজেই সে জায়গা দখল করে নিয়েছে। নতুন কোড ইন্টারপ্রেটর ফিচারই মূলত সমস্যা। এই প্লাগিন দিয়ে কোড রান করা যায়, চার্ট তৈরি করা যায়, ডাটা বিশ্লেষণ করা যায়, অঙ্ক কষা যায়, ফাইল এডিট করা যায়। তাহলে ভাবুন অবস্থা।

ডাটা ফরম্যাট ব্যাপার নয়
কোড ইন্টারপ্রেটর প্লাগিনের আরেকটি সুবিধা নিয়ে কথা বলা জরুরি। আপনি এখন যেকোনো আনফরমেটেড ডাটা পিডিএফ আকারে চ্যাটজিপিটিতে দিতে পারবেন এই প্লাগিনের সাহায্যে। চ্যাটজিপিটি তা বিশ্লেষণ করবে। পরবর্তীতে একটি টেবিল লেয়াউটের মাধ্যমে ডাটা ফরম্যাট করে দিতে পারবে। আপনাকে সবচেয়ে ভাল ফলাফলটিই এনে দিবে। দীর্ঘ ফরম্যাট নিয়ে খুব দ্রুতই প্লাগিনটি কাজ করতে পারে।

ব্যক্তিগত ডাটাবিজ্ঞানী
এই প্লাগিন পেলে আপনার কত সুবিধা ভাবুন। আপনি এখন যেকোনো ফাইল বা ডাটা আপ্লোড করতে পারবেন আর চ্যাটজিপিটি তা বিশ্লেষণ করে আপনায় পরামর্শ দেবে।

সৃজনশীলতার ঘাটতি নেই
মে মাসে একজন ব্যবহারকারী চ্যাটজিপিটিতে সিএসভি ফাইল আপ্লোড করেন। তিনি চ্যাটজিপিটিকে একটি জিআইএফ ম্যাপ বানাতে বলেন। উল্লেখ্য তিনি যুক্তরাষ্ট্রের এক লাইটহাউজে থাকেন। তিনি এই লাইটহাউজের ম্যাপ চেয়েছিলেন। তিনি যে ফাইল দিয়েছিলেন সেখানে ম্যাপে অনেক জায়গা ছিল কালো। কিন্তু কয়েক সেকেন্ডেই চ্যাটজিপিটি তাকে নির্ভুল ম্যাপ দিয়ে দেয়।

সঙ্গীতের সমঝদার
এবার টুইটার থেকে একটি উদাহরণ আনতে হয়। টুইটারের এক ব্যবহারকারী ৩০০ ঘণ্টার স্পটিফাই ফেবারিট প্লেলিস্ট বিশ্লেষণ করতে চেয়েছিলেন। চ্যাটজিপিটি বিশ্লেষণ করে তাকে স্পটিফাই এপিআই কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে পরামর্শ দিয়েছে।

ভিডিও এডিটর
কোড ইন্টারপ্রেটরের খেল তো এখানেই শেষ নয়। এটি অন্য ধরনের ফাইল নিয়েও কায়দা দেখাতে পারে। একজন জানিয়েছেন তিনি জিআইএফ থেকে এমপিফোর ফাইন কনভার্ট করেছেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর