Saturday, November 23, 2024

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে সাকিব

সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশ ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ও আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে। আরেকটি সিরিজ শুরুর আগে আজ বুধবার (১২ জুলাই) সুখবর পেলেন সাকিব আল হাসান।

আজ বুধবার (১২ জুলাই) হালনাগাদকৃত আইসিসির র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন সাকিব। এতে, আবারও প্রবেশ করেছেন সেরা দশে। আফগান সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন তিনি। সাকিব এগুলোও দুই ধাপ পিছিয়ে সেরা বিশের বাইরে চলে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

প্রথম দুই ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি মুস্তাফিজ। র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২২ নম্বরে। শেষ ওয়ানডেতে মুস্তাফিজের জায়গায় দলে এসে বাজিমাত করেন শরিফুল ইসলাম। ম্যাচে চার উইকেট শিকার করে আফগানদের ব্যাটিং স্তম্ভ ভাঙেন তিনি।

শরিফুলের র‍্যাঙ্কিং এখন ১০৪। শীর্ষ ১০০ বোলারের মধ্যে এখনও প্রবেশ করতে না পারা শরিফুলের এটাই ক্যারিয়ার সেরা অবস্থান।

আফগানিস্তানের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামী ১৪ ও ১৬ জুলাই মাঠে নামবে বাংলাদেশ দল।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর