Thursday, December 12, 2024

সরকার সব ক্ষেত্রে কর্তৃত্ববাদী হিসেবে আবির্ভূত হয়েছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দলীয় সরকারের অধীনে স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কিন্তু বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ও প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে সরকার।

তিনি বলেন, এমন অবস্থায় কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোমবার (২০ মার্চ) রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ দিন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়।

নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি উল্লেখ করে জিএম কাদের বলেন, সরকার নির্বাচনের ব্যবস্থা এমনই রাখবে নাকি কিছু পরিবর্তন করবে, তা আমরা এখন জানি না। সার্বিক অবস্থা বিবেচনা করে নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নেবো।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর