Saturday, January 18, 2025

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউকে বিএনপি

জনগণের ভোটে নির্বাচন সম্ভব কি-না, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা বলেছি দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না।’

আজ শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন এটাই প্রশ্ন, কেন বাংলাদেশে এসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নির্বাচন নিয়ে মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার কোনো দেশে তো তাদের হার্ডলি যেতে হচ্ছে না। কেন বাংলাদেশে আসতে হচ্ছে? ওদের মধ্যেও নিশ্চয়ই এমন প্রশ্ন। এই সরকারের অধীনে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, নির্বাচন যে গ্রহণযোগ্য নয়–এটাইতো ভিত্তি। এই ভিত্তির ওপরই তো সারাবিশ্ব বাংলাদেশে নজর দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন (উদ্বেগ) প্রকাশ করছে।’

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘ওরা (ইইউ) জানতে চাচ্ছে আসলে বাংলাদেশে আগামী নির্বাচনটা জনগণের ভোটে সম্ভব হবে কি—না। এটা একটা কথা। আমরা আমাদের পক্ষ থেকে সব সময় যেটা বলে আসছি, শুধু আমরা বলছি না; সারা দেশের জনগণ যা বলছে, বিশ্ব বিবেক যা বলছে–এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

আমীর খসরু অভিযোগ করে বলেন, ‘শুধু তাই না, বিএনপির নেতাদের মামলার বিচার যাতে তরান্বিত হয় সেজন্য চেষ্টা করছে। যাতে তারা নির্বাচনে প্রার্থী হতে না পারেন। এ কাজগুলো তো অব্যাহতভাবে চলছে। দেশে তো ভোট চুরি প্রতিদিন হচ্ছে। অতীতেও করেছে, সামনেও তাদের প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে বাইরে রেখে জোর করে নির্বাচন করে ক্ষমতায় যাবে। এসব বিষয় তো স্পষ্ট। বৈঠকে আলোচনায় এসব কথাও এসেছে। মূল কথা হলো আমরা বলেছি–এই সরকারের অধীনে নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারবে না। তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। তাদের সংসদ গঠন করতে পারবে না। তাদের সরকার গঠন করতে পারবে না।’

এর আগে সকাল ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ছয় সদস্য বৈঠকে অংশ নেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর